Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

তথ্য ও সেবা কেন্দ্র কি

       গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ বরেণ্য নেত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যায়ে ২০১০ইং সালের ১১ডিসেম্বর সারাদেশে সকল ইউনিয়নে তথ্য ও সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন । একই সাথে বড়পাঙ্গাসী ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রটি উদ্বোধন করা হয় । বর্তমানে এটি ইউনিয়নের সমূদয় মানুষের সকল প্রকার সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে কাজ করে চলছে । সেবা কেন্দ্র হতে মানুষের চাহিদা মোতাবেক সকল প্রকার সেবা দেওয়ার প্রক্রিয়া চলছে । এখানে জনগণকে সেবা প্রদানের লক্ষে রয়েছে-  কম্পিউটার, ল্যাপ্টপ, স্ক্যানার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, প্রিন্টার ও ডিজিটাল ক্যামেরা সহ প্রায় সব ধরণের যন্ত্রপাতি । অত্র সেবা কেন্দ্র গুলোতে সেবা প্রদানের জন্য শিক্ষিত, নম্র-ভদ্র একজন পুরুষ ও একজন নারী পরিচালকের (উদ্যোক্তা) পাশাপাশি আর ও দুজন বিকল্প পরিচালক (উ্দ্যোক্তা) নিয়োগ করা হয়েছে । এরা সার্বক্ষণিক জনগণের সেবায় নিযোজিত থাকেন । প্রযুক্তিগত ভাবে শিক্ষা প্রদানের জন্য প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল ছাত্র-ছাত্রীদেরকে কম্পিউটার ট্রেনিং এবং অবহেলিত কৃষকদেরকে প্রযুক্তিগত দিক হতে চাষাবাদ, ফসল ও শাখসব্জি উন্নত বীজ, সার প্রয়োগ, ক্ষতিকারক পোকামাকড় সম্পর্কে ধারণা দেওয়া হয়। বাংলাদেশের সকল ইউনিয়ন চেয়ারম্যানগণ এই তথ্য ও সেবা কেন্দ্রের গুলোর উন্নয়নের জন্য সর্বাত্বক চেষ্টা অব্যাহত রেখে চলেছেন। এখানে  সরকারী বেসরকারী মিলে মোট- 101 টি সেবা প্রতিদিন দেওয়া হয়। এখানে জনগন খুব কম সময়ে কম অর্থে সর্ব রকম সেবা গ্রহন করে থাকেন।