গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
পরিবার পরিকল্পনা বিভাগ
বড়পাঙ্গাসী ইউনিয়ন
উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
কি কি সেবা দেওয়া হয়ঃ
(ক)
১. মা ও শিশু স্বাস্থ্য সেবা (বিনামূল্যে) ।
২. স্বাভাবিক প্রসব সেবা।
৩. গর্ভোতের সেবা ।
৪. এম আর সেবা।
৫. নবজাতকের সেবা।
৬. ৫ বছরের কম বয়সের শিশুদের সেবা।
৭. কিশোর কিশোরী দের প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ।
৮. শিশুদের মায়ের বুকের দৃধ খাওয়ানোর পরামর্শ।
৯. মা ও শিশুদের পুষ্টি সম্পর্কে পরামর্শ।
১০. প্রজনন তন্ত্র / যৌন বাহিত রোহের সেবা।
১১. ইপি আই সেবা।
১২. ভিটামিন এ ক্যাপসুল বিতারণ।
১৩. স্বাস্থ্য শিক্ষা প্রদান।
(খ)
১. পরিবার পরিকল্পনা বিষয়ে পরার্মশ প্রদান।
২. খাওয়ার বড়ি।
৩. জান্ম নিরোধক ইনজেকসন।
৪. আই ইউ ডি (কপার- টি)
৫. ভ্যাসেকটমি (এন এস ভি) স্থায়ী পদ্ধিতি।
৬. টিউবেকটমি (স্থায়ী পদ্ধিতি ) ।
৭. পরিবার পরিকল্পনা পদ্ধিতি গ্রহন/ ব্যবহার জনিত পার্শ্ব প্রতিক্রিয়া ও জটিলতার সেবা।
(গ) অন্যান্য সেবা (বিনামূল্যে)
১. সাধারণ রুগীর সেবা।
২. বয়সন্ধিকালীন সেবা (কৌশোর কালনি সেবা)।
৩. স্বাস্থ্য শিক্ষামূলক সেবা।
(ঘ) প্রয়োজনে যে কোন রোগীকে উচ্চতর সেবা কেন্দ্র প্রেরণ(রেফার)
(ঙ) এছাড়াও নির্ধারিত কেন্দ্র বেসিক জরুরি প্রসুতি সেবা/ সমন্বিত জরুরি প্রসুতি সেবা প্রদান করা হয়ে থাকে।
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
০১ | নাসরীন সুলতানা | SACMO | উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার | ০১৭২৭৮৬৬৬৭৭ |
০২ | নাজমুল হাসান | ফার্মাসিস্ট |
| ০১৭১৭৫১৬০২৭ |
০৩ | মোছাঃ তাছলিমা খাতুন | পরিবার কল্যাণ | পরিদর্শিকা | ০১৬৭৭৮২২৬৮৩ |
০৪ | মোঃ গোলাম ফারুক | নিরপত্তা প্রহরী | নিরপত্তা প্রহরী | ০১৯১৪৮৩৮৪৮৯ |
০৫ | মোছাঃ জুলেখা খাতুন | আয়া | আয়া | ০১৭৩১৫১২০৭২ |
১। অফিস কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ : ইউনিয়ন, ওয়ার্ড/ইউনিট ৩গ্রাম পর্যায় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম।
২। কি কি সেবা পাওয়া যায় : (ক) খাবার বড়ি (খ) কনডম (গ) ইনজেকটেবল (ঘ) আই,ইউ,ডি (ঙ) ইসপ্লান্ট (চ) ভ্যাসেকটমি/এন,এস,ডি (ছ) টিউবেকটমি।
৩। মা ও শিশু স্বাস্থ্য সেবাসমূহ : (ক) গর্ভবতী পরিচর্যা (খ) ডেলিভারী (গ) গভোত্তর পরিচর্যা (ঘ) শিশু (০-৫) পরিচর্যা (ঙ) সাধারণ রোগীর সেবা (চ) প্রজনন স্বাস্থ্য সেবা (ছ) জন্ম ও মৃত্যুর তথ্য সংগ্রহ।
৪। সহায়ক সেবা : (ক) এম,আর (খ) ই,সি,পি
৫। অন্যান্য : বিদ্যালয়ে স্বাস্থ্য কার্যক্রম, মটিডেশন এবং উঠান বৈঠক উল্লেখিত সেবা : (ক) ইউনিয়ন স্বাস্থ্য ৩ পরিবার কল্যাণ কেন্দ্র (খ) কমিউনিটি ক্লিনিক (গ) স্যাটেলাইট ক্লিনিক সমূহ এবং বাড়ী পরিদর্শনের মাধ্যমে : পরিবার পরিকল্পনা পরিদর্শক পরিবার কল্যাণ সহকারীগণ সেবা প্রদান করিয়া থাকেন।
৬। সেবা পাওয়ার ধাপ : (ক) গ্রাম ভিত্তিক বাড়ী পরিদর্শন (খ) স্যাটেলাইট ক্লিনিক (গ) ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।
৭। সাংগাঠনিক কাঠামো : (ক) ইউনিয়ন পর্যায়ে : পরিবার পরিকল্পনা পরিদর্শক (খ) ইউনিট পর্যায়ে : পরিবার কল্যাণ সহকারী।
ক্লিনিক পর্যায়ে : (ক) উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (খ) পরিবার কল্যাণ পরিদর্শক (গ) ফার্মাসিষ্ট (ঘ) এম,এল,এস,এস (ঙ) আয়া/দাইনার্স।
মাঠ পর্যায়ে কার্যক্রম :
মোঃ বকুল হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক, বড়পাঙ্গাসী ইউনিয়ন, উপজেলা- উল্লাপাড়া, জেলা- সিরাজগঞ্জ।
মোবাইল নং-০১৭১৪৬০৭৫৬০
ক্রমিক নং | পরিবার কল্যাণ সহকারীর নাম | ওয়ার্ড নং | কর্ম এলাকা/গ্রামের নাম | মোবাইল নং |
০১ | নুরুন নাহার খাতুন | ১/ক | শ্রীপাঙ্গাসী, আগগয়হাট্টা, বড়কোয়ালীবেড়। | ০১৭১৯৯২৯৩৬৪ |
০২ | শুণ্য | ১/খ | চন্দ্রগাতী, বাড়ইগাতী, ছোটকোয়ালীবেড়, রামাইলগ্রাম, রাহুলিয়া, আলীগ্রাম । | -------------- |
০৩ | তাহেরা ভানু | ২/ক | খাদুলী, চকপাঙ্গাসী, | ০১৭২৫২৪১৬৭৩ |
০৪ | মোছাঃ আকলিমা সুলতানা | ২/খ | আড়ুয়াপাঙ্গাসী, মাটিকাটা, চকখাদুলী, সৈয়দপুর, শুকলহাট, শুকলাই, নরসিংহপাড়া । | ০১৭৩৮৪৭১৭৯৮ |
০৫ | শুন্য | ৩/ক | চাকসা, বড়পাঙ্গাসী | ------------------- |
০৬ | আম্বিয়া পারভীন | ৩/খ | হাওড়া | ০১৭৩৬৩৫৫০১০ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS